অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন, কেন জরুরি মননবোধে

বাংলা ট্রিবিউন দাউদ হায়দার প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৫:১৪

‘না পড়ে, না জেনে, না ভেবে, কিছু লিখি না। লিখতে সময় লাগে। ছোট লেখাও সময় নিয়ে লিখি।’ লিখেছেন অন্নদাশঙ্কর রায়। তাঁর ছোট লেখা, হোক তা রাজনৈতিক বিষয়, স্বল্প পরিসরে, মূল বক্তব্য প্রকাশই আসল লক্ষ্য। ইনিয়ে-বিনিয়ে-ফেনিয়ে লেখা বড়ো করলেই পাঠক আগ্রহী হবে, পড়বে, আদৌ নয়। জানতেন অন্নদাশঙ্কর। তীক্ষ্ণ, সুচারু বুদ্ধিদীপ্ত লেখা সাধারণ পাঠকের কাছেই অধিক মূল্যবান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও