উগান্ডার নির্বাচন ও বিএনপির ভোটতলা গমন

প্রথম আলো ফারুক ওয়াসিফ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০৮:৩০

বাংলাদেশে যখন পৌরসভা নির্বাচন হচ্ছে, তখন উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরিয়ে গেছে। সেই নির্বাচনে ৩৫ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি ষষ্ঠবারের মতো জয়ী হয়েছেন। মুসেভেনির মতো সুখী নেতা পৃথিবীতে আর একজনও নেই। ১৯৪৪ সালে জন্ম নেওয়া এই ৭৬ বছর বয়সী নেতা কত যুদ্ধ, কত বিপ্লব, কত মৃত্যু দেখেছেন, দেখেছেন সোভিয়েত রাশিয়ার পতন, বাঘা বাঘা বিশ্বনেতার প্রস্থান। অনেক হাতি-ঘোড়া তলিয়ে গেলেও তিনি নাক উঁচু করে আছেন।

ক্ষমতাই তো নেতাদের যৌবন। ৭৬ বছর বয়সেও তাই তিনি সেনাবাহিনীর সহায়তায় হারিয়ে দিয়েছেন উগান্ডার যৌবনের প্রতীক রকস্টার ববি ওয়াইনকে। দেশের বিরোধী দলকে বিনাশ করে ফেলায় যখন আর কেউ ছিল না তাঁকে চ্যালেঞ্জ করবার, তখন ববি ওয়াইন জনপ্রিয় রকস্টার থেকে বিরোধী দলের নেতা হিসেবে মুসেভেনির প্রতিদ্বন্দ্বী হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও