
মহাদুর্যোগ থেকে মহাসুযোগ
সারা পৃথিবীর মতো করোনাভাইরাস মহামারি আমাদের জন্য মহাদুর্যোগ তৈরি করেছে। এটি জনগণের জন্য জীবনের ঝুঁকি সৃষ্টি করেছে। আমাদের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। ফলে দেশের একটি বিরাট জনগোষ্ঠী তাদের জীবিকা হারিয়েছে। করোনাভাইরাসের বিপর্যয়ের সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো যুক্ত হয়েছে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তীকালে উত্তরবঙ্গে দীর্ঘস্থায়ী বন্যা। এসব বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে না পারলে আমাদের জনগোষ্ঠীর বিরাট অংশ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে, যা আমাদের গত কয়েক যুগের অর্জনকে ধূলিসাৎ করে দেবে।
মহাদুর্যোগ থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলোর মধ্যে একটি হলো আমাদের অর্থনীতি, রাজনীতি ও শাসনব্যবস্থার মহাদুর্বলতা। ভাইরাসের প্রভাব নিয়ে সব অনিশ্চয়তার মধ্যে এই মহাদুর্বলতা আমাদের দুশ্চিন্তার অন্যতম কারণ। অর্থনীতির ক্ষেত্রে দুর্বলতার বড় উৎস হলো আমাদের ব্যাকিং খাতে চরম বিশৃঙ্খলা ও মহালুটপাট। সিপিডির হিসাবমতে, গত এক দশকে আমাদের ব্যাংকিং খাত থেকে ২৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি লুট হয়েছে। উপর্যুপরি লুটপাটের কারণে জনগণ শেয়ারবাজারের ওপর আস্থা হারিয়েছে, যা উৎপাদনশীল খাতে বিনিয়োগের লক্ষ্যে পুঁজি সংগ্রহের পথ সংকুচিত করে ফেলেছে। নিঃসন্দেহে এর ফলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে।