পৃথিবী নামের নভোযান, করোনা ও কাগজের ফুল
নিঃসঙ্গ নভোযাত্রীর মতো হয়ে যাচ্ছে করোনার নিচে জীবন। চীন উঠে দাঁড়িয়েছে—এশিয়া এখনো কাবু। পাশ্চাত্য পথ দেখাতে পারছে না। এমন দিনে কীভাবে বাঁচবেন, কীভাবে সন্তানকে বাঁচাবেন, কীভাবে মহামারি সংক্রমণের বিরুদ্ধে মানবতার সংক্রমণ ঘটাবেন, তা নিয়ে লিখেছেন ফারুক ওয়াসিফ