দিল্লির ভোট: ভারতীয় গণতন্ত্রের অগ্নিপরীক্ষা
রাজধানীর নির্বাচনে হারলে বিজেপির হিন্দুত্ববাদী অ্যাজেন্ডাই চ্যালেঞ্জের মুখে পড়তে বাধ্য। তাই মনে হয় না দলটি সহজে হার মানবে। এবারের নির্বাচনে কেজরিওয়ালকে যদি হারানো হয়, তাহলে ভারতের বহু বিজ্ঞাপিত গণতন্ত্র চরমভাবে বিপর্যস্ত হবে। ফেডারেল কাঠামোর বদলে একটি দলের শাসন কায়েম হওয়ার বিষয়টি তখন শুধু সময়ের অপেক্ষামাত্র। লিখেছেন সৌমিত্র দস্তিদার