ভারতের সামনে অন্ধকার দিন আসছে
ভারতে এখন যা ঘটছে তা নািস যুগে জার্মানিতে সংঘটিত ঘটনাবলিই আমাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৩৩ সালের জানুয়ারি মাসে হিটলার রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করেন। এরপর সমগ্র জার্মানি প্রায় পাগল হয়ে গেল। জনগণ স্লোগান দিত ‘হাইল হিটলার—জয় হিটলার, জিগ হাইল—বিজয়ের বিকল্প নাই ও ইয়োদেন ফেরেকে—ইহুদি নিপাত যাক। সেই পাগলকে তারা ভূতাশ্রয়ী লাশ (জমবি) জেগে ওঠার মতো সম্মোহিত হয়ে পুজো করত।
- ট্যাগ:
- মতামত
- সংস্কৃতি
- ক্ষমতা
- হিটলার
- অন্ধকার নগরী