![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/01/f988164a41e6dbe2f645f831b4b03bf3-5d6b6d7ce773b.jpg?jadewits_media_id=1466765)
আসামের রাষ্ট্রহীনেরা মোটেও উপেক্ষণীয় নয়
প্রথম আলো
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২
এত বড় একটি মানবিক বিপর্যয়ের শঙ্কার মুখে একে ভারতের অভ্যন্তরীণ বিষয় অভিহিত করে নির্লিপ্ত থাকার মানে দাঁড়াবে মিয়ানমারের মতোই আরেকটি করুণ পরিস্থিতির জন্য অপেক্ষা করা। এখানেও আমাদের সীমান্ত ছোঁয়নি বলে নিকট ভবিষ্যতে না হলেও দূর ভবিষ্যতে তা হবে না-এমন ভাবনা আত্মঘাতী। লিখেছেন কামাল আহমেদ