নির্বাচনী যুদ্ধে নিয়মনীতির বালাই থাকে না
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। এ নিয়ে সরকার বিপুল আয়োজন করছে। তার একটি হলো, প্রায় ৭২ কোটি টাকা খরচ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে (প্রথম আলো, ২১ জানুয়ারি ২০২৬)। এটি একটি সংবাদ।
প্রশ্ন হলো, ঝুঁকিপূর্ণ বলতে আমরা কী বুঝব। সহজে যে অর্থটি দাঁড়ায়, তা হচ্ছে এসব কেন্দ্রে গোলমাল হতে পারে। তাতে ভোট ভন্ডুল হওয়ার আশঙ্কা। সেটি ঠেকাতে কড়া নজরদারি থাকবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গোলমালের ধরন এবং গোলমালকারীদের শনাক্ত করা যাবে। মনে হচ্ছে সরকার চায় একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। নাগরিকেরাও তা-ই চান। তাহলে কারা চান না? নিশ্চয়ই কিছু লোক আছেন, যাঁরা চান না আমরা শান্তিতে থাকি।
নির্বাচন একটা যুদ্ধ। যুদ্ধে নিয়মনীতির বালাই থাকে না। জাতিসংঘের একাধিক সদস্যরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেধে গেলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার সালিস-মীমাংসা হয়। এ জন্য আছে নানা সনদ। অবশ্য সবাই সেটি মানে না। যাদের গায়ের জোর বেশি, তারা চাইলেও অন্যের ওপর চড়াও হতে পারে। তখন জাতিসংঘ চেয়ে চেয়ে দেখে আর বিবৃতি দেয়।
- ট্যাগ:
- মতামত
- জাতীয় সংসদ
- জাতীয় সংসদ নির্বাচন