এখন যিনি নেতা, রাষ্ট্রনায়ক হওয়ার তাঁর শ্রেষ্ঠ সময়
আমাদের একজন বিশিষ্ট কবি হেলাল হাফিজের একটা শ্রেষ্ঠ কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। কবিতাটির বহুল উচ্চারিত দুটি লাইন—‘এখন যৌবন যার/ যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’।
আমাদের দেশের জন্য এখন অনেকটা ‘যুদ্ধের’ সময়—দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার যুদ্ধ। আমরা দিশাহারা হয়ে ভাবছি, কে আমাদের নেতৃত্ব দেবেন এই ‘যুদ্ধে’? কাউকেই খুব প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে না।
এই ক্রান্তিলগ্নে আমাদের প্রয়োজন একজন রাষ্ট্রনায়ক। কবি হেলাল হাফিজ বেঁচে থাকলে হয়তো আরেকটা কবিতা লিখতেন—
‘এখন যিনি নেতা,
রাষ্ট্রনায়ক হওয়ার তাঁর শ্রেষ্ঠ সময়।’
- ট্যাগ:
- মতামত
- রাষ্ট্রনায়ক