গত গ্রীষ্মে নাইজেরিয়ার ইয়োব প্রদেশের স্পেশালাইজড হসপিটাল ডামাতুরুতে চিকিৎসাকে কেন্দ্র করে এক পুরুষ রোগী এক নারী স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালান। দুঃখজনক হলেও সত্য, নাইজেরিয়ায় বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীদের জন্য এ ধরনের অভিজ্ঞতা নতুন নয়।
গত গ্রীষ্মে নাইজেরিয়ার ইয়োব প্রদেশের স্পেশালাইজড হসপিটাল ডামাতুরুতে চিকিৎসাকে কেন্দ্র করে এক পুরুষ রোগী এক নারী স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালান। দুঃখজনক হলেও সত্য, নাইজেরিয়ায় বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীদের জন্য এ ধরনের অভিজ্ঞতা নতুন নয়। কাদুনা ও আবিয়া প্রদেশের হাসপাতালগুলোয় পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, এ দুই প্রদেশে যথাক্রমে ৬৪ শতাংশ ও ৮৮ শতাংশ স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হয়েছেন। মাত্র ২৪ বছর বয়সে, চিকিৎসা পেশার প্রথম বছরই নাইজেরিয়ার একটি শিশু ওয়ার্ডে কর্মরত অবস্থায় আমিও (লেখক) এক অভিভাবকের হামলার শিকার হয়েছিলাম।