সরকারের ভেতরে সরকার কখন তৈরি হয়

প্রথম আলো ড. কাজী মারুফুল ইসলাম প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ২১:০১

৬ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে, যাকে “কিচেন ক্যাবিনেট” (যাঁদের প্রভাব বেশি) বলা হয়। তবে সরকারের বাইরের কেউ সরকারের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না।’


অন্তর্বর্তীকালীন সরকারের নীতি ও কার্যক্রম মূল্যায়নসংক্রান্ত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তাঁর এ মন্তব্য নতুন কোনো তথ্য নয়; বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি পুরোনো বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। এটা বাংলাদেশের নীতিনির্ধারকদের মধ্যে বা সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটা ক্ষুদ্রাকার, কিন্তু অন্যদের থেকে তুলনামূলকভাবে বেশি প্রভাবশালী একটি গোষ্ঠী বা এন্টিটির অস্তিত্বের প্রকাশ্য স্বীকৃতি।


বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে ছোট একটি গোষ্ঠীর প্রভাব বহুবার দেখা গেছে। বিএনপি আমলে ‘হাওয়া ভবন’ ছিল এর প্রতীকী উদাহরণ। যদিও সেটি আনুষ্ঠানিক সরকারি কার্যালয় ছিল না। অভিযোগ ছিল, সেখান থেকেই অনেক বড় সিদ্ধান্ত আসত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও