বাণিজ্য প্রসারে কোনটা চাই মুক্তবাজার না সংরক্ষণ নীতি?

bonikbarta.com মিরাজ আহমেদ প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১০:৩৭

ট্রাম্পের ট্যারিফ নীতির কথা শুনলে মনে পড়ে যায় ১৯৩০ সালের সেই ভয়ংকর সময়ের কথা, যখন যুক্তরাষ্ট্র স্মুট-হলি ট্যারিফ চালু করে পুরো বিশ্বকে বাণিজ্যযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। ওই সময় আমেরিকা প্রায় সব বিদেশী পণ্যের ওপর চড়া শুল্ক বসায়, জবাবেও ইউরোপ-এশিয়ার দেশগুলো একই কাজ করে। ফলটা কী হয়েছিল? বিশ্ব বাণিজ্য প্রায় অর্ধেকে নেমে আসে, কাজ হারায় লাখো মানুষ আর অর্থনৈতিক মন্দা হয়ে উঠেছিল মহামারীর মতো! আজ ট্রাম্প যেন সেই একই পথে হাঁটছেন। মেক্সিকো, কানাডা, চীনের ওপর ট্যারিফ দিয়ে নিজেরই অর্থনীতিতে আঘাত করছেন। যেমন গত সপ্তাহে ঘোষিত চীনের ইলেকট্রিক গাড়ির ওপর শতভাগ ট্যারিফ! এতে আমেরিকান ভোক্তাদের জিনিসপত্রের দাম তো বাড়ছেই, সঙ্গে বিশ্ববাজারে নেমে আসছে অস্থিরতার ছায়া!


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ডলারকে বিশ্বের ‘মূল মুদ্রা’ বানিয়ে এক ধরনের ‘সুপার পাওয়ার’ স্ট্যাটাস পেয়েছিল। কিন্তু ট্রাম্পের যুগে এ ভিত্তি নড়বড়ে হয়ে উঠেছে। যেমন গত মাসে ট্যারিফ ঘোষণা করতেই ডলারের দাম হুড়মুড় করে নিচে নামল, যেটা আগে কখনো হয়নি! অর্থনীতিবিদরা বলছেন, এটা বিশ্বাস ভাঙার সংকেত। ঠিক যেমন ১৯৭১ সালে নিক্সন ডলারের সঙ্গে স্বর্ণের বিনিময়যোগ্যতা বাতিল করেছিলেন, তখনও বিশ্বজুড়ে শুরু হয়েছিল ডলার নিয়ে সংশয়।


ইতিহাস বলে, বাণিজ্য যুদ্ধে কেউ জেতে না, সবাই হারেই। যেমন ১৯৮০ সালে আমেরিকা জাপানি গাড়ির ওপর ট্যারিফ দিয়েছিল, কিন্তু আমেরিকান কারখানাগুলো তখনো প্রতিযোগিতা করতে পারেনি। বরং জাপানিরা আমেরিকায় কারখানা খুলে সস্তায় গাড়ি বানিয়ে দিব্যি কাটিয়ে নিয়েছে। ঠিক তেমনই, এখন চীনের ওপর ট্যারিফ দিলে চীনারা মেক্সিকো বা ভিয়েতনামে কারখানা সরিয়ে নেবে আর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো নিরপেক্ষ দেশগুলো চীন-আমেরিকা দুই পক্ষের কাছেই পণ্য বিক্রি করে লাভবান হতে পারবে। কিন্তু এ ‘সুবিধা’ সাময়িক! কারণ বাণিজ্য যুদ্ধ দীর্ঘ হলে পুরো বিশ্বের ক্রয়ক্ষমতা কমবে। কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার রফতানিও পড়তির দিকে যাবে।



শুল্কমুক্ত বাণিজ্যের সবচেয়ে সফল দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত। গড় শুল্কহার মাত্র দশমিক ১ শতাংশ (বিশ্বব্যাংক ডাটা ২০২৩)। বর্তমানে দেশটি ২৭টি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) নেটওয়ার্কের সঙ্গে জড়িত, যার মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, ইইউ, ভারত, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোও রয়েছে। দেশটির জিডিপির ৩২৬ শতাংশ আসে বাণিজ্য থেকে (বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ)! রফতানি-আমদানির পরিমাণ প্রায় ৮০০ বিলিয়ন ডলার (২০২৩), যা দেশটির জনসংখ্যার (৫ দশমিক ৯ মিলিয়ন) তুলনায় অবিশ্বাস্য। বিশ্বের ব্যস্ততম বন্দর সিঙ্গাপুরের, সমুদ্রপথে বিশ্বের ২০ শতাংশ কন্টেইনার শিপমেন্ট এখানে পরিচালিত হয়। দেশটি ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্টের (DEPA) উদ্যোক্তা, যা ডাটা ফ্লো, ই-কমার্স ও ডিজিটাল পেমেন্টের নিয়ম বিশ্বে প্রথমবারের মতো স্থাপন করেছে। এটি এশিয়ার ফিনটেক হাব পেপাল, আলিবাবা, গ্র্যাবের মতো কোম্পানিগুলোর আঞ্চলিক হেডকোয়ার্টারসে পরিণত হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টে বাণিজ্য খোলামেলায় প্রথম (২০২৩)। এমনকি হেরিটেজ ফাউন্ডেশনের ইকোনমিক ফ্রিডম ইনডেক্সে টানা ২৫ বছর ধরে শীর্ষ ৩-এ দেশটি।


ইতিহাসের পাঠ মনে রেখে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার উচিত আমেরিকার উল্টো পথে হাঁটা। এখনই সময় ১৯৭৩ সালের গফ হুইটলামের মতো সাহস দেখানোর। তিনি তখন সব ট্যারিফ ২৫ শতাংশ কমিয়ে দিয়েছিলেন, ফলে অস্ট্রেলিয়ান পণ্য বিশ্ববাজারে প্রতিযোগী হয়ে উঠেছিল। আজও যদি বাকি ছোটখাটো ট্যারিফও (যেমন পোশাক, ফার্নিচারে ৫ শতাংশ) বাদ দেয়া হয়, তাহলে বিদেশী বিনিয়োগকারীরা অস্ট্রেলিয়াকে ‘নির্ভরযোগ্য’ বাজার হিসেবে দেখবে। আঞ্চলিক জোটে জোর দেয়াও দরকার দেশগুলোর, CPTPP (যে চুক্তি থেকে ট্রাম্প ২০১৭ সালে বেরিয়ে গিয়েছিলেন!) বা RCEP-এর মাধ্যমে এশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোও দরকার। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন দ্রুতবর্ধনশীল। ওদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাড়ালে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কৃষি, শিক্ষা ও প্রযুক্তি সেক্টর লাভবান হবে।


অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করে মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করতে পারে অন্যান্য দেশও। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও সিপিটিপিপির সদস্য এবং কৃষি রফতানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য লবিং করছে। তাদের ৯৭ শতাংশ শুল্কমুক্ত পণ্য! তারা চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) জোরদার করে ডেইরি পণ্য রফতানি বাড়ানোর চেষ্টা করতে পারে। গত বছর চীনে নিউজিল্যান্ডের দুধ রফতানি বেড়েছিল ৩৫ শতাংশ। ২০২০ সালে তারা ডিজিটাল ইকোনমি পার্টনারশিপ এগ্রিমেন্টে (DEPA) যোগ দিয়ে সিঙ্গাপুর ও চিলির সঙ্গে ডিজিটাল ট্রেডের নিয়ম তৈরি করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও