
পুতিনকে ঠেকানোর মোক্ষম অস্ত্রটা ইউরোপের হাতেই আছে
এটি এখন স্পষ্ট, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মরিয়া হয়ে প্রতিরোধ লড়াই চালাতে থাকা ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বাসঘাতকতা করবে। বোঝা যাচ্ছে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প হয় ভুল তথ্যের শিকার, নয়তো তিনি ইচ্ছাকৃতভাবে আমেরিকান জনগণকে যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে বিভ্রান্ত করার চক্রান্তে জড়িত।
ট্রাম্পের মিথ্যাগুলোর মধ্যে রয়েছে—তিনি দাবি করছেন, এ যুদ্ধের জন্য ইউক্রেনও সমান দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে যুদ্ধ শেষ করার মতো কোনো ‘তাস’ নেই এবং যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারত না।
কিন্তু সারা বিশ্ব জানে, এ যুদ্ধে ইউক্রেনকে সমানভাবে দায়ী করা যায় না। কারণ, রাশিয়া বিনা উসকানিতে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। আমাদের সবার মনে আছে, যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে ইউক্রেনের সেনারা যখন ১ হাজার ৮০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তখনো পশ্চিমা দেশগুলোর গোলাবারুদ, সাঁজোয়া যান ও বিমান প্রতিরক্ষাব্যবস্থা তাদের কাছে পৌঁছায়নি।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান