
তুরস্কের একজন গেরিলা নেতার ‘জুয়াখেলা’
বর্তমান বিশ্বের অন্যতম ‘তারকা’ গেরিলা নেতা আবদুল্লাহ ওজালান। তুরস্ক সরকারের হাতে মারমারা সাগরে এক দ্বীপে নির্জন কারাবাসে আছেন প্রায় ২৫ বছর। তুরস্কের পাশাপাশি ইউরোপ-আমেরিকার কাছেও তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। সম্প্রতি সবাইকে বিস্মিত করে স্বজাতির গেরিলাদের প্রতি প্রতিরোধযুদ্ধ থামিয়ে বাহিনী ভেঙে দিতে বলেছেন ওজালান। ওজালান কেন এটা বললেন? তুরস্ক ও আশপাশের অঞ্চলে এর ফলাফল কী হতে পারে, সে বিষয়ে ভাবাচ্ছে দুনিয়ার অনেককে।
চার দশকের গোলাগুলি থামছে
ওজালানকে কুর্দিরা ‘অপো’ বলে ডাকে। কুর্দিদের ভাষায় অপো মানে আংকেল। এ কেবল ওজালানের বয়স ৭৭ হওয়ার কারণে নয়, তাঁর রাজনৈতিক অভিভাবকত্ব স্বীকৃতিও। ফলে এটা অস্বাভাবিক নয়, ওজালানের আহ্বানের পরই ‘পিকেকে’ নামে পরিচিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি দ্রুত অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। সংগঠনটি বলছে, আক্রান্ত না হলে তারা এখন থেকে আর গুলি ছুড়বে না। ওজালানই এই গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান