
পুতিনের হাত থেকে যেভাবে ফসকে যাচ্ছে মধ্য এশিয়া
রাশিয়া ও আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কূটনৈতিক বিভেদের চেয়েও বড় কিছু। এই ঘটনা দক্ষিণ ককেশাসে শক্তির ভারসাম্যে সম্ভাব্য বাঁকবদলের ইঙ্গিত দেয়।
গত ২৭ জুন রাশিয়ার উরাল অঞ্চলের শিল্পনগরী ইয়েকাতেরিনবুর্গে রাশিয়ার বিশেষ বাহিনী জাতিগত আজারবাইজানিদের ওপর সহিংস অভিযান চালায়। প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে বেশ কয়েকজন আহত হন। নিরাপত্তা হেফাজতে দুই ভাই জিয়াদ্দিন ও হুসেইন সাফারভ মারা যান।
ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, জাতিগত আজারবাইজানি দুই ভাইয়ের শরীরে আঘাতের গুরুতর চিহ্ন ও পাঁজরে ভাঙা হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। অথচ রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, তাঁরা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের মারধর করা হয়েছে ও ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে।