
প্রাথমিক শিক্ষার ভিত মজবুত না হওয়ার চিত্রই প্রতিফলিত হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশ পেয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। অর্থাৎ আগের বছরের তুলনায় পাসের হার ১৪ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট কমেছে। সেই সঙ্গে কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। দেশের ১১টি শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গড় পাসের হার কমার অন্যতম কারণ ইংরেজি ও গণিতে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ দুই বিষয়ে সবচেয়ে বেশি খারাপ করেছে বরিশাল বোর্ডের পরীক্ষার্থীরা। এ বোর্ডে ৩৫ দশমিক ৩৮ শতাংশ গণিতে ও ৩০ দশমিক ৩৪ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে।
শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞানের অভাব এসব শিক্ষার্থীদের পাস না করার অন্যতম কারণ বলে বণিক বার্তার প্রতিবেদনে দেখা গিয়েছে। বিষয়টি বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) শিক্ষা পরিসংখ্যানেও উঠে এসেছে। এ পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি ও গণিত শিক্ষকদের প্রায় ৮৫ শতাংশেরই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই। বর্তমানে যারা ইংরেজি ও গণিত পড়াচ্ছেন তাদের মধ্যে বড় অংশই অন্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। শিক্ষকদের অনেকেই আবার স্নাতকও করেননি।
- ট্যাগ:
- মতামত
- পরীক্ষায় পাশ
- পরীক্ষায় সাফল্য