You have reached your daily news limit

Please log in to continue


নারী কোটার এমপিরা কি সংসদের শোভা নয়?

১৯৮৬ সালে শফিক রেহমান সম্পাদিত সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকার একটি সংখ্যায় ‘সংসদের শোভা তিরিশ সেট অলংকার’ শিরোনামে একটি প্রচ্ছদ–কাহিনি ছাপা হয়েছিল। এটি ওই সময় পাঠকদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। ওই প্রতিবেদনে জাতীয় সংসদে সংরক্ষিত ৩০টি নারী আসনে মনোনয়ন দেওয়া নিয়ে অনেক কথা লেখা হয়েছিল। তাতে তথ্য যেমন ছিল, রঙ্গরস আর বিদ্রূপও ছিল।

১৯৮৬ সালের নির্বাচনে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন ছিনিয়ে নিয়েছিল। তখন সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন ছিল ৩০টি। তো জাতীয় পার্টির মনোনয়ন পেতে অনেক নারী হামলে পড়েছিলেন। ভাগ্যবানদের কপালে শিরোপা জুটলেও দলের সুনজর না পেয়ে অনেকেই আক্ষেপ করেছিলেন। কেউ কেউ এমনও বলেছিলেন, দলের মনোনয়ন পেতে তাঁরা অনেক দৌড়ঝাঁপ, টাকার শ্রাদ্ধ, এমনকি জীবন-যৌবন দিয়ে ফেলেছেন। এখন তাঁদের কী হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন