আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি ভালো নাগরিক তৈরি করছে
আমেরিকা সারা বিশ্বের মেধা ও প্রতিভাকে আকর্ষণ করলেও পৃথিবীর জ্ঞান এবং বিজ্ঞানে আধিপত্যের অন্য কারণ তার লিবারেল আর্টস শিক্ষা ব্যবস্থা। হার্ভার্ড (আমেরিকার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান), ইয়েল ও কর্নেলের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামগুলো লিবারেল আর্টস পদ্ধতিনির্ভর। যারা আমেরিকায় শুধু পিএইচডি করে অনেকেই তারা স্নাতক স্তরের লিবারেল আর্টস শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হন না।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেয়া হয় মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি; কলেজে শুধু স্নাতক পর্যায়ে পড়ানো হয়। লিবারেল আর্টস কলেজ শুধু আর্টস শিক্ষা দেয় না; তারা বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসাবিজ্ঞানেরও পাঠ্য দেয়। লিবারেল আর্টস একটি ধারণা এবং একটি ব্যবস্থা। সংগীত, ভাষা এগুলো শুধু সমাজে নয়, ব্যক্তিগত পর্যায়েও সৃজনশীলতা এবং সমৃদ্ধির ভিত্তি; প্রকৌশলবিদ্যা যদি সৃজনশীল কাজে না লাগে তবে তা হয়ে যাবে রসকষহীন। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস ক্যালিগ্রাফি জানতেন বলেই তার সৃষ্টিগুলো এতটা দৃষ্টিনন্দন।
- ট্যাগ:
- মতামত
- নাগরিক
- উচ্চ শিক্ষা