You have reached your daily news limit

Please log in to continue


মানসিকতার উন্নতি ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নতি সুদূরপরাহত

আমাদের সমাজে কোনো মানুষকে আর্থিকভাবে সৎ হতে দেখলেই তাকে আমরা সৎলোক বলে প্রচার করি। সততার অনেক উপাদানের মধ্যে তিনি একটি গুণাবলির ধারক মাত্র। প্রকৃতপক্ষে, সততার উপাদানগুলো পেতে গেলে উইকিপিডিয়া ঘেঁটে এখনই দেখতে পারেন। সততা বলতে কমপক্ষে আরও আটটি গুণ একজনের মধ্যে থাকতে হবে; তারপর কাউকে আমরা সৎ বলতে পারি, যেমন- নৈতিক নীতি, মূল্যবোধের প্রতি আপসহীনতা, সত্যবাদিতা, সম্পূর্ণতা বা অখণ্ডতা (ইন্টিগ্রিটি), বিশ্বস্ততা, নম্রতা, উদারতা ইত্যাদি।

রাজনীতিকদের জন্য জবাবদিহিতা ও জনসেবাও সততার গুণ। এখন থেকে আমরা রাজনীতিকদের জন্য জবাবদিহিতা ও জনসেবাকে সততার আবশ্যিক গুণ বলে বিবেচনা করব। আমি আরও দুটো গুণ রাজনীতিকদের জন্য আরোপ করতে চাই-ত্যাগ ও দায়বদ্ধতা। জবাবদিহিতা ও দায়বদ্ধতা কিন্তু সমার্থক নয়। দায়বদ্ধতা হচ্ছে-কর্তব্য পালনে দায়িত্ববোধ; জবাবদিহিতা হচ্ছে-কোনো কাজের দায়িত্ব গ্রহণ ও তৎসংক্রান্ত প্রশ্নাদির জবাব দিতে প্রস্তুত থাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন