ট্রাম্প ফেরায় ভারত, রাশিয়া ও ইসরায়েল কেন খুশি

প্রথম আলো মুক্তদার খান প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর আর নিরঙ্কুশ বিজয় হয়েছে। সেই সঙ্গে একটি কূটনৈতিক বলয়েরও জন্ম হয়েছে। এর নাম দেওয়া যায় ‘ট্রাম্পের অক্ষ’। এই অক্ষের উত্থানে বিশ্ব শৃঙ্খলার ওপর গুরুতর প্রভাব ফেলবে। ট্রাম্পের এই অক্ষের মধ্যে রয়েছে রাশিয়া, ইসরায়েল ও ভারত। এই দেশগুলো ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রকে আরও অনুকূলভাবে দেখছে।


বাইডেনের বিপর্যয়কর পররাষ্ট্রনীতি
২০২১ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র দুটি উত্তপ্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। ইউরোপে প্রায় তিন বছর ধরে এবং মধ্যপ্রাচ্যে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। পশ্চিমের প্রভাবশালী বয়ান তাদের চ্যালেঞ্জ করা দেশগুলোর নেতাদের আত্মম্ভরী অত্যাচারী হিসেবে চিত্রিত করে। রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ইরানের আলী খামেনিকে দেখানো হয় এমন ব্যক্তি হিসেবে, যাঁরা বিদেশে সমস্যা এবং স্বদেশে অত্যাচার করবেন বলেই যেন দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও