You have reached your daily news limit

Please log in to continue


রিজার্ভ বৃদ্ধি ও মূল্যস্ফীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ৮ অক্টোবর পর্যন্ত বিপিএম ৬ অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ১৯ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার।

আর মোট রিজার্ভ ২৮ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। ডলারের বিপরীতে টাকার মানকে সমন্বয় করার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। ফলে বিগত বছরের অক্টোবরে ১৯৭ কোটি ডলারের বিপরীতে এ বছর অক্টোবরে রেকর্ড ২৪০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা একক মাস হিসাবে একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। যদিও ডলারের বিপরীতে টাকার দরপতন, ডলারের সংকট অপ্রয়োজনীয় আমদানিকে এখনো নিরুৎসাহিত করছে। এই ফাঁকে রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভ বাড়িয়ে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা অর্থনীতির জন্য একটি ভালো দিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন