You have reached your daily news limit

Please log in to continue


সমস্যা কমে যাবে

বিদ্যুতের বর্তমান সমস্যা একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের চোখে ঠুলি পরিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে গণ-অভ্যুত্থানে বিতাড়িত সরকারের একাধিক চক্র। কিন্তু বাস্তবে কী হয়েছে, তা এখন পরিষ্কার। মূলত দুর্নীতি করার জন্যই বিদ্যুৎ উৎপাদনের নামে, বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছিল। অথচ যার নাম হয়েছে, ‘উন্নয়ন’ এবং ‘বিদ্যুৎ সমস্যা সমাধান’।

বর্তমানে দৃশ্যমান যে সংকট তৈরি হয়েছে, তার বাইরে অনেক কিছুই আছে। সেই বিষয়গুলো সমাধান করলে অল্প কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কেটে যাবে বিদ্যুৎ সমস্যা। এরই মধ্যে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এমন কথা কেউ অস্বীকার করছে না, এই মুহূর্তে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। কিন্তু তার আগে, অতীতের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা জরুরি। কেন, কী কারণে এ সমস্যা হলো, তা ব্যাখ্যা করা দরকার। তবে বিদ্যুৎপরিস্থিতি যাই হোক, কোনোভাবেই তাকে ‘স্থায়ী’ হিসেবে মনে করার কোনো কারণ নেই। এ রকম সমস্যা অতীতেও হয়েছে। আবার সেই সংকট কেটেও গেছে। অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বিদ্যুৎ সরবরাহ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন