পাহাড় কাটা বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ

www.ajkerpatrika.com ড. বিভূতি ভূষণ মিত্র প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৮

বাংলাদেশে প্রতিবছরই বর্ষা মৌসুমে দেখা যায় পাহাড়ধসের ঘটনা। পাহাড়ধসের কারণে বিলীন হয় অসংখ্য ঘরবাড়ি। ভারী বর্ষণ শুরু হলেই পাহাড়ধসের আতঙ্ক দেখা যায়। শুধু ঘরবাড়ি ধ্বংস হয় না, অসংখ্য প্রাণহানিও ঘটে। এসবের পরও মানুষ একটু মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য এখানে ঘরবাড়ি বানায়। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটে পাহাড় কাটার খবর বেশি পাওয়া যায়। পাহাড় কাটা হয় মূলত মাটি লুট করার জন্য। এ ছাড়া সমতল ভূমি তৈরি করে ঘরবাড়ি নির্মাণ করা হয়। পাহাড় কেটে প্লটও তৈরি করা হয়েছে।


নির্মাণ করা হয়েছে আধুনিক ভবন। একটি তথ্যমতে, গত ২০ বছরে চট্টগ্রামে ২ হাজার একরের বেশি পাহাড় কাটা হয়েছে। রাঙামাটি শহরের ৩২ স্পটে পাহাড়ের ঢালে নির্মাণ করা হয়েছে বাড়িঘর। কক্সবাজারের মোট বনভূমির ৭৩ হাজার ৩৫৮ হেক্টর বনভূমি লাখ লাখ মানুষের দখলে। এদের অধিকাংশ মানুষ ঝুঁকিতে বসবাস করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও