প্রিয় জো, এখন তোমার চলে যাওয়ার সময়
খুব জরুরি, তাই তোমাকে লিখছি। স্ক্র্যান্টনের পুরোনো প্রতিবেশী হিসেবে। আমার মা তোমার বেবিসিটার ছিলেন। অনেক দিন আগে সেই সময়ে তুমি আর আমি আমাদের কিচেন টেবিলে বসেছি একসঙ্গে। আমি বছরের পর বছর ধরে তোমার ভক্ত। তোমাকে চেক পাঠিয়েছি, দরজায় কড়া নেড়েছি এবং তোমাকে সমর্থন করে বহু লেখা লিখেছি।
আমেরিকার ইতিহাসে খুব কম নেতারই তোমার মতো বড় হৃদয় বা সংযমবোধ আছে। ২০২১ সালে তুমিই এই দেশটিকে বিপর্যয় থেকে উদ্ধার করেছিলে। একটি নৃশংস বিদ্রোহের পরে আমাদের মাঝে স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে দিয়েছিলে। ওই সময় একদল উন্মাদ ক্যাপিটলের জানালা ভেঙেছিল এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ফাঁসি দেওয়ার হুমকি দিয়েছিল। তুমি অর্থনীতির পতন ঠেকাতে সহায়তা করেছ। আমাদের একটি মহামারির অবসান ঘটাতে সাহায্য করেছ, যাতে শুধু যুক্তরাষ্ট্রেই ১০ লাখের বেশি মানুষ মারা গেছে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত ধনী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি।