আমার সামনেই মেয়েটা বড় হলো, মা হয়েও দেখতে পারলাম না
২৩ এপ্রিল ব্রিটিশ প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে রুমানা মনজুরের ওপর লেখা বই আউট অব ডার্কনেস: রুমানা মনজুরস জার্নি থ্রু বিট্রেয়াল, টায়রনি অ্যান্ড অ্যাবিউজ। খ্যাতিমান লেখক ডেনিস চং দীর্ঘ সাত বছর ধরে কাজ করেছেন এই বই নিয়ে। বইয়ে উঠে এসেছে রুমানা মনজুরের জীবনের নানা অভিজ্ঞতার কথা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরামর্শ।
স্বামীর নির্যাতনে দৃষ্টি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রুমানা মনজুর ২০১১ সালে চলে গিয়েছিলেন কানাডায়। পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন আইন বিষয়ে। এখন তিনি কানাডা সরকারের আইনজীবী হিসেবে আছেন। বই প্রকাশ, ব্যক্তিগত জীবন এবং নারীর ওপর পারিবারিক সহিংসতা নিয়ে ২১ এপ্রিল তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাদিয়া মাহ্জাবীন ইমাম।