 
                    
                    মশার চোখ রাঙানিতে বিপর্যস্ত নগরজীবন
ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি ব্যঙ্গ কবিতার লাইন : ‘রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকেতায় আছি’। এখন কবিতার এ লাইনটির ছান্দিক পরির্বতন করে বলা যায় : ‘রাতে কিউলেক্রা, দিনে এডিস, এই হলো নগরাবেশ’। গত ২২ বছরের সব রেকর্ড ভেঙে এডিসের ভয়াল আক্রমণে ডেঙ্গুতে ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক আক্রান্ত রোগী (৩ লাখ ২১ হাজার) এবং মৃত্যুর সংখ্যা (১ হাজার ৭০৫) ও হার (০.৫ শতাংশ) দুটোই জানান দিয়েছিল এডিসের তাণ্ডবলীলা। এবারও, এই ২০২৪ সালে, এডিস মশার সেই তাণ্ডবলীলা বহাল রয়েছে। আজ যখন এই লেখা লিখছি, ১৬ মার্র্চ, এই দিনে মোট আক্রান্তের সংখা ১ হাজার ৫৩৭ এবং মৃত্যুর সংখ্যা ২০।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২০২৩ সালের এ সময়ের তুলনায় ২০২৪ সালের এ পর্যন্ত প্রায় দ্বিগুণ। তাহলে এখন বুঝতেই পারছেন ভয়াবহতা কতটা আতঙ্ক জাগাচ্ছে। ডেঙ্গুর এই ভয়াবহতা রোধে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মুল্যায়ণ ও তদারকির কত বেশি প্রয়োজন, তা সহজেই অনুমেয়।
- ট্যাগ:
- মতামত
- মশাল মিছিল
- মশা
- নগরজীবন
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)