চট্টগ্রাম জেলায় একের পর এক ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডেইলি স্টার চট্টগ্রাম প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯

চট্টগ্রাম জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে ডাকাতির ঘটনা। জেলার বিভিন্ন উপজেলা এবং অর্থনীতির 'লাইফ লাইন' খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল অপরাধীরা। 


এমনকি পুলিশ পরিচয়ে তল্লাশির নামেও ডাকাতির ঘটনা ঘটেছে একাধিকবার। বার বার ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশের নিষ্ক্রিয়তা ও তদন্তের ব্যর্থতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।


শুধু বুধবার রাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় যানবাহন আটকে গাড়িতে হামলা চালিয়ে লুট এবং বড়দারোগারহাট এলাকার উত্তর ফেদাইনগরে এক সাংবাদিকের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র লুটে নিয়েছে ডাকাতদল। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকেই সনাক্ত করতে পারেনি জেলা পুলিশ। 


মহাসড়কে ডাকাতির সময় হামলার শিকার হয়েছেন মিরসরাইয়ের সেবা হাসপাতাল লিমিটেডের পরিচালক আব্দুর রহমান। চট্টগ্রাম থেকে মিরসরাইয়ে যাওয়ার পথে তার প্রাইভেটকারের গ্লাস ভেঙে তাকে জিম্মি করে তাদের জিনিস লুট করে দেশীয় অস্ত্র বহন করা সাত থেকে আট জনের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও