আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চারজনের লাশ তুলে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ

প্রথম আলো আশুলিয়া প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নিহত ব্যক্তিদের মধ্যে চার জনের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আশুলিয়ার পৃথক তিনটি স্থান থেকে এসব লাশ তোলা হয়।


একটি লাশের পরিচয় নিশ্চিত হতে কবর থেকে তোলা দুটি লাশের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। লাশ উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার কবরস্থান থেকে জাহিদুল ইসলাম (২৮), ভাদাইল এলাকার পাবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম (৩০) এবং বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়। এর মধ্যে একটি মরদেহ আবুল হোসেনের (৩৩) বলে দাবি করেছেন তাঁর স্ত্রী লাকী আক্তার।


আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা–পুলিশ কবর থেকে এসব মরদেহ উত্তোলন করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও