কুয়াশায় ফেরি বন্ধ, ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী-মোটরসাইকেল পারাপার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায়ই ঘন কুয়াশায় দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে।


স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় এই সুযোগে নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা নদীতে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে কিছু অসাধু ব্যক্তি। এতে দুর্ঘটনার শঙ্কা থাকলেও নৌ পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি।


সরজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকজন ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করছেন। ঘাট এলাকায় নৌ পুলিশের সদস্যদের দেখা যায়নি। গত কয়েক দিনও এ চিত্র দেখা গেছে। ঘন কুয়াশায় ফেরি বন্ধের সময় ট্রলারে অহরহ যাত্রী পারাপার করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও