আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নারী

জাগো নিউজ ২৪ টঙ্গী প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে এবার বিপুল সংখ্যক নারী অংশ নিয়েছেন। ইজতেমায় নারীদের অংশ নেওয়ার কোনো বিধান না থাকলেও আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী মুসল্লি এসেছেন ইজতেমা স্থলে। তারা আগের দিন রাত থেকে ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে ও বিভিন্ন দালানের ছাদে বসে আখেরি মোনাজাতে অংশ নেন।


রোববার (২ ফেব্রুয়ারি) ভোর থেকে নারীরা ইজতেমা ময়দানের পাশে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল মাঠ, ইজতেমা মাঠের পশ্চিম পাশে কামারপাড়া ও আশপাশের খোলা ময়দানে অবস্থান নেন। আখেরি মোনাজাতের ফজিলত লাভের আশায় তারা মোনাজাতে শরিক হতেই ময়দানের আশপাশের এলাকায় পর্দার সঙ্গে অবস্থান নেন।


টঙ্গী দত্তপাড়া এলাকার বাসিন্দা খালেদা আক্তার বলেন, বিশ্ব ইজতেমায় নারীদের অংশগ্রহণের বিধান না থাকলেও আমরা পর্দার সঙ্গে লাখ লাখ মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের পূর্ব পাশে ভবনের ছাদে বসে মোনাজাতে শরিক হতে এসেছি। আল্লার কাছে নিজের, পরিবারের ও দেশে কল্যাণ কামনা করছি।


সাইনবোর্ড এলাকা থেকে ইজতেমার মোনাজাতে আসা সালমা আক্তার জানান, স্বামী-সন্তান সবাই ইজতেমা ময়দানে গেছে। আমিও শনিবার রাতে টঙ্গীতে আমার এক আত্মীয়ের বাসায় এসে আখেরি মোনাজাতে শরিক হয়েছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও