আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা: রায়ের জন্য এক যুগের অপেক্ষা
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। হত্যার এক যুগ পর এখন রায় শোনার অপেক্ষায় স্বজনরা।
স্বজনদের পাশাপাশি অপেক্ষায় রয়েছেন টাঙ্গাইলের মানুষজন। আসামিদের বিরুদ্ধে কি রায় দিবেন আদালত? ফাঁসি নাকি যাবজ্জীবন? এই প্রশ্ন এখন পুরো জেলাজুড়ে।
২৬ জানুয়ারি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে ফারুক হত্যা মামলার বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। ওই দিন বিচারক মো. মাহমুদুল হাসান মামলার রায় ঘোষণার তারিখ দিয়েছেন ২ ফেব্রুয়ারি।
ফারুক আহমেদের ছেলে আহমেদ মজিদ সুমন বলেন, মামলা থেকে তদন্ত, আদালতে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ বিভিন্ন পর্যায়ে আসামিরা বিচার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। আইন সঠিক পথে চললে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন তিনি।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন।