পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার ভোররাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মাহমুদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শনিবার রাত সাড়ে ১০টা এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ বন্ধ রাখা হয়েছে।'
'পাটুরিয়া প্রান্তে ফেরি হাসনা হেনা, গোলাম মাওলা, বাইগার, শাহ পরান ও এনায়েতপুরী এবং দৌলতদিয়া প্রান্তে কেরামত আলী, কুমিল্লা, মতিউর রহমান, ভাষা শহীদ বরকত, গৌরী ও কপোতী ফেরি আটকা পড়েছে,' বলেন তিনি।
বিআইডব্লিটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, 'শাহ আলী, ধানসিঁড়ি, চিত্রা ফেরি কাজিরহাট ঘাটে রয়েছে। খানজাহান আলী, হামিদুর, কিষাণী নির্ধারিত সময়ে আরিচা ঘাট ছেড়ে যেতে পারেনি।'