ফের সড়ক অবরোধে তিতুমীরের শিক্ষার্থীরা
ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন কর্মসূচি চলার মধ্যে আবারও সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তারা।
শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মাহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকাপড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়।
আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব বলে ঘোষণা দিয়েছিলাম।
“এর অংশ হিসেবে এখন আমরা আপাতত ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করেছি। শিক্ষার্থীরা আসছে, পরে আমরা মহাখালী, গুলশানে রাস্তা এমনকি উত্তর সিটি করপোরেশনের এলাকার বিমানবন্দরের রাস্তাও বন্ধ করতে পারি।”
ঢাকা উত্তর সিটিতে সড়ক অবরোধের ঘোষণা শুক্রবার রাতেই দিয়েছিলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে শনিবার বিকাল ৪টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন।
তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই’।