নির্বাচনী প্রার্থীদের আচরণবিধি কেমন হওয়া উচিত?
আইন প্রণেতা যদি আইনের পথে না চলেন তবেই অনাবশ্যক সমস্যার সৃষ্টি হয়। সেইটাই হয় আমাদের এখানে, বেশি করেই হয়। ভোটের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন নির্বাচনী বিধির বিষয়ে কঠোর হতে চাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি ভঙ্গের ক্ষেত্রে কমবেশি সব পক্ষের বিরুদ্ধেই অভিযোগ উঠছে।
তবে নির্বাচন কমিশন নিজেই নিজের জায়গায় স্থির থাকতে পারছে কি না তা নিয়ে আলোচনা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় একাধিক প্রার্থীকে শোকজ ও সতর্ক করা হয়েছে। কিন্তু কোথায় যেন মনে হচ্ছে পুরোপুরি স্থির হতে পারছে না কমিশন।
প্রথমেই বিভ্রান্তি তৈরি হয়েছে ঠিক কখন থেকে আচরণবিধি কার্যকর হয়, তা নিয়ে। নির্বাচন কমিশন বলছে, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বরের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই। ফলে এর আগে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই।