রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভরতা আওয়ামী লীগের যে ক্ষতি করছে

প্রথম আলো মারুফ মল্লিক প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮

আওয়ামী লীগ অনেক দিক দিয়ে সাম্প্রতিক সময়ে সফল হয়েছে। বিরোধী দলকে মাঠে দাঁড়াতেই দিচ্ছে না। গত তিন মেয়াদে ক্ষমতায় আছে। কাউকে পাত্তা না দিয়ে নিজেদের মতো করেই দুটি নির্বাচন করে ফেলেছে। ২০১৪ সালের নির্বাচনে অর্ধেকের বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


২০১৮ সালের নির্বাচনে একচেটিয়াভাবে জিতে এসে সরকার গঠন করেছে। দু-দুটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করার পরও আওয়ামী লীগের অবস্থান কেউ টলাতে পারেনি। আওয়ামী লীগ যেখানে ছিল, সেখানেই আছে। এর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা সেতুর তলদেশ দিয়ে অনেক জল গড়িয়েছে। বিএনপি অনেক আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু আওয়ামী লীগের অবস্থান অনড়। অক্ষয় কি না, এখনো সেটা বলার সময় আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও