কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমাদের লজ্জিত হতে হয়

সমকাল সুলতানা কামাল প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:১৫

একেবারে ছোটবেলার অভ্যাস অনুযায়ী সকালবেলা খবরের কাগজ না পড়লে মনে হয়, দিনের শুরুতে কী যেন অসম্পূর্ণ থেকে গেল! দেশ-বিদেশের ভালো-মন্দ নানা খবর জেনে মন কখনও ভালো হয়, কখনও খারাপ হয়ে যায়। ইদানীং খবরের কাগজের কিছু খবর পড়ে ভালো-মন্দ অনুভূতি ছাপিয়ে কেমন যেন শরীর খারাপের একটা অনুভূতি হয়। সাদা কথায় বিবমিষা হয়, আতঙ্কগ্রস্তও হই। কারণ কিছু রাজনৈতিক নেতা তাদের কথাবার্তায় এমন ভাষা ব্যবহার করেন, যাতে মনে হয়, আমরা ‘পাবলিক’কে তারা একেবারেই বোধহীন, রুচিহীন ও মর্যাদাহীন একপাল প্রাণী হিসেবে গণ্য করেন।


ছোটবেলা থেকে শিখে এসেছি, আমরা কার সঙ্গে কেমন আচরণ করি, কী ভাষায় কথা বলি, তাতে যেমন আমার নিজের শিক্ষাদীক্ষা, সংস্কৃতিবোধ ও মানের পরিচয় পাওয়া যায়; তেমনি যার সঙ্গে বা সম্পর্কে কথা বলছি তার প্রতি আমার সৌজন্য ও শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটে। আমাদের রাজনীতিকরা বিরোধীদের বিনাশ চাইতেই পারেন; তাদের নির্মূল করে দেওয়ার জন্য, অপমান করার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারেন। কারণ তারা রাজনীতিকে মানুষের সার্বিক কল্যাণের সাধনা হিসেবে না দেখে ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা আঁকড়ে রাখার লড়াইয়ে নামিয়ে নিয়ে এসেছেন। তাই বলে তাদের এমন নিম্ন রুচির ভাষায় কথা বলতে হবে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও