কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসাদের সঙ্গে হাত মিলিয়ে বাইডেনকে কী বার্তা দিলেন সৌদি যুবরাজ

প্রথম আলো জনাথন স্টিল প্রকাশিত: ১২ জুন ২০২৩, ২২:৩৪

ইউক্রেন ও সুদানে চলমান দুটি উত্তপ্ত যুদ্ধের কারণে এমন একটি ঘটনা সংবাদমাধ্যমের দৃষ্টির আড়ালে চলে গেছে, যা অন্য সময় ঘটলে বড় বড় শিরোনামে খবর হতো এবং অনেক তর্কবিতর্ক হতো।


সেই ঘটনাটি হলো, সিরিয়ায় ১২ বছরের যুদ্ধ শেষ হয়েছে বলে আরব লিগের দেওয়া বিরল স্বীকৃতি। এই স্বীকৃতি হিসেবে আরব লিগের নেতারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আবার আরব লিগে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


আরব লিগের সিরিয়া নীতি পরিবর্তনের ধারা গত এক বছরের বেশি সময় ধরে চলছিল। তবে গত মাসে সেই পরিবর্তনের গতি জোর পেয়েছে। আরব লিগের এই নীতি পরিবর্তন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সরকারগুলোকে একধরনের বিভ্রান্তি ও সংকটে ফেলে দিয়েছে। আরব নেতারা মনে করছেন, আসাদ সরকারের সঙ্গে সমঝোতা করা হলে ওই অঞ্চলে শান্তি আসবে। দ্রুত সিরিয়া পুনর্গঠন করা সম্ভব হলে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়া সিরীয় নাগরিকেরা আবার তাদের নিজেদের ভিটেবাড়িতে ফিরতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও