কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজারে অপরিপক্ব লিচু, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৯:০০

মৌসুম শুরুর আগেই দিনাজপুরের বাজারে উঠেছে অপরিপক্ব লিচু। বেশি দামের আশায় পাকার আগেই বাজারে এনেছেন বিক্রেতারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপরিপক্ব লিচু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব লিচু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে, কোনোভাবেই শিশুদের হাতে দেওয়া যাবে না।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের লিচু ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের ২০ তারিখের পর বাজারে আসবে মাদ্রাজি লিচু। জুন মাসের ১০ তারিখের পর বাজারে আসবে বেদেনা জাতের লিচু, ২০ জুনের পর বোম্বে এবং এরপরের সপ্তাহে চায়না থ্রি লিচু বাজারে আসবে। সবশেষে বাজারে আসবে কাঁঠালি ও মোজাফ্ফর লিচু।


অথচ নির্দিষ্ট সময়ের আগেই বাজারে উঠেছে লিচু। ইতোমধ্যে জেলার কালিতলা, বাহাদুরবাজার ও হকার্স মার্কেটসহ বিভিন্ন এলাকায় লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। মাদ্রাজি জাত বলে এসব লিচুর শ’ ২২০-২৫০ টাকায় বিক্রি করছেন তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও