কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বালুচরে সূর্যমুখীর হাসি

ডেইলি স্টার রংপুর বিভাগ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩

রংপুর অঞ্চলের পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় ২২৯ হেক্টর জমিতে এবার সূর্যমুখী চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় পাঁচ লাখ কেজি তেলবীজ উৎপাদনের।


এ বছর ৭০ শতাংশ সূর্যমুখী চাষ হয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও গঙ্গাধর নদীসহ ২৬টি নদীর ৬০টি চরে। চরাঞ্চলগুলো সূর্যমুখীর হাসিতে ভরে গেছে। মার্চ মাসের মধ্যে সূর্যমুখী বীজ ঘরে তুলবেন কৃষক।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর রংপুর অঞ্চলে ২২৯ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন ৬২০ জন কৃষক। গেল বছর সূর্যমুখী চাষ হয়েছিল ১৯৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমি থেকে সূর্যমুখীর বীজ উৎপন্ন হয় ২১০০-২৪০০ কেজি। এতে খরচ হয় ৬৫-৭০ হাজার টাকা। প্রতি কেজি সূর্যমুখী বীজ বিক্রি হয় ১০০-১১০ টাকা দরে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সূর্যমুখী বীজ বপন করতে হয়। ১০০-১১০ দিনে সূর্যমুখী বীজ ঘরে তুলতে পারেন কৃষক। এ বছর চরাঞ্চলে প্রায় ৭০ শতাংশ সূর্যমুখী চাষ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও