কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশকে ১০ লাখ টন চাল আমদানি করতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৬

বাংলাদেশে ২০২৩-২৪ বিপণনবর্ষে চালের উৎপাদন আগের পূর্বাভাসের চেয়ে ৭ লাখ টন কম হতে পারে। এতে বাংলাদেশকে চাল আমদানি ৩ লাখ টন বাড়িয়ে ১০ লাখ টনে উন্নীত করতে হতে পারে।


যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সংস্থাটি ২৩ আগস্ট শস্যবিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে।


পূর্বাভাসে বাংলাদেশে চাল উৎপাদনের পরিমাণ কমিয়ে ধরার কারণ হিসেবে বলা হয়, এবার আউশের ভরা মৌসুমে বাংলাদেশে টানা তাপপ্রবাহ ছিল। বৃষ্টিও কম হয়েছে। গত জুলাই মাসে আমনের শুরুতে একই ধরনের আবহাওয়া ছিল। পরে আগস্টে ভারী বৃষ্টি হয়।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরাত দিয়ে ইউএসডিএ বলেছে, বৈরী আবহাওয়ার কারণে ধান আবাদের জমি কমেছে। এটাই উৎপাদন কমার কারণ হতে পারে। আবার কৃষকদের উৎপাদন খরচও বাড়বে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক অবশ্য মনে করেন, চাল আমদানির খুব একটা প্রয়োজন হবে না। তিনি বলেন, আগস্টে বৃষ্টি বেড়েছে। ফলে আমনে উৎপাদন বাড়তে পারে। এ কারণে সামগ্রিকভাবে চালের উৎপাদন যথেষ্ট ভালো হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও