
তারল্য সহায়তার দেড় হাজার কোটি টাকা ‘ফেরত দিয়েছে’ ইসলামী ব্যাংক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ২৩:৫৭
তারল্য সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নেওয়া অর্থের প্রায় দেড় হাজার কোটি টাকা ফেরত দেওয়ার কথা বলছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকটি বলছে, ৭০০ কোটি টাকা তারা ফেরত দিয়েছে গত ৩১ জুলাই; আর ৩০ জুন দেওয়া হয়েছে ৮০৯ কোটি টাকা।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান বলেন, “ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে; আমানত আসছে; প্রবৃদ্ধিও বেশ ভালো। গ্রাহকদের আস্থা অনেক বেড়েছে। এছাড়া এসএলআর ও সিআরআর সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারছে ব্যাংকটি।”
সাত মাসে ১৪ হাজার কোটি টাকা আমানত বেড়েছে দাবি করে তিনি বলেন, “বাকি টাকা আগামী সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে।"
ইসলামী ব্যাংকে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও।
সপ্তাহ খানেক আগে মুদ্রানীতি দেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পেরেছে।