ঢাকা থেকে ওড়ার এক ঘণ্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে এসেছে ব্যাংককগামী বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।
এ নিয়ে গত ২০ দিনে পঞ্চমবারের মত গোলযোগে পড়ল বিমানের বহরে থাকা বোয়িং।
বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি-৩৮৮। কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে পাইলট মিয়ানমারের আকাশ থেকে আবার ঢাকায় ফিরে আসেন।
বিমান বলছে, তাদের প্রকৌশলীরা বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা খতিয়ে দেখছে।
সম্প্রতি বিমানের নিজস্ব হ্যাঙ্গারে ২৪ বছরের পুরনো বোয়িং উড়োজাহাজটির ‘হেভি মেনটেইন্যান্স চেক’ সম্পন্ন হয়েছে। এরপর কয়েক দিন উড়োজাহাজটি অভ্যন্তরীণ রুটে চলেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলছেন, ব্যাংককের পথে উড়াল দিয়ে উড়োজাহাজটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে।