You have reached your daily news limit

Please log in to continue


র‌্যাবের জবাবদিহি নিশ্চিতে তৈরি হয়েছে আইনের খসড়া

জবাবদিহি নিশ্চিত করতে র‌্যাব আইন-২০২৪-এর একটি খসড়া প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহীদুর রহমান।

পুলিশ সপ্তাহের অংশ হিসেবে গতকাল বুধবার এক সেমিনারে তিনি বলেন, 'এই আইন কার্যকর থাকলে কেউ আর ব্যক্তিগত স্বার্থে বলপ্রয়োগ করতে পারবে না।'

দীর্ঘদিন ধরেই র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাব ও সংস্থাটির ছয়জন সাবেক শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

আড়াই মাস আগে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের কথা উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর জুলাইয় গণঅভ্যুত্থান নিয়ে একটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে।

গতকাল সেমিনারে র‌্যাব মহাপরিচালক শহীদুর রহমান তার উপস্থাপনায় মূলত র‌্যাবের সংস্কার ও সাফল্যের দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, র‌্যাব এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন