
চিন্ময় দাসের জামিন স্থগিত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:০০
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদ উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন। এখন রায় প্রকাশ হলে আমরা নিয়মিত আপিল করব।’
এর আগে আজ দুপুরে জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়ে রায় দেন। গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন।