ঘুষ না দেওয়ায় ৯১টি ফাইল আটকে রেখেছিলেন মাউশি রাজশাহীর ডিডি, প্রমাণ পেল দুদক

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ২২:৪৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ডিডি) আলমগীর কবীরের কার্যালয়ে অভিযান চালিয়ে আটকে রাখা ৯১টি ফাইল পেয়েছে দুদক। তাঁর টেবিলে আটকে রাখা এই ফাইলগুলো বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষকদের নতুন এমপিওভুক্তির আবেদন। আগামী ৬ মে পর্যন্ত ফাইলগুলো পরিচালকের ছাড়ার সময় রয়েছে। টাকা ছাড়া ফাইল ছাড়েন না ডিডি, এ অভিযোগে দুদকের একটি দল আজ বুধবার তাঁর দপ্তরে অভিযান চালায়।


এর আগে আলমগীর কবীরের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ একবার অভিযান চালিয়েছিল দুদক। তখন ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছিল দুদক। এ ব্যাপারে দুদক সদর দপ্তরে একটি প্রতিবেদন পাঠায়। এ ছাড়া ২৮ মার্চ মাউশি রাজশাহীর পরিচালক ফাইল আটকে রাখাসহ সাত অভিযোগ এনে ডিডি আলমগীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। আলমগীর এর সন্তোষজনক জবাব দিতে পারেননি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও