
আরপিও: আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব ইসির
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ২২:৪৭
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের কাছে সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
মার্চের মাঝামাঝি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্য থেকে ‘আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো’ ‘অতি জরুরি ভিত্তিতে’ নির্ধারিত ছকে প্রস্তাব পাঠাতে মন্ত্রিপরিষদ বিভাগ অনুরোধ করেছিল।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবের কাছে এসব প্রস্তবনা পাঠানো হয়, যেখানে আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় নতুন সংযোজনসহ বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।