উন্নয়নের ঢাকঢোল আছে নদী রক্ষায় উদ্যোগ নেই
সমকাল
প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১১:৩২
অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে দেশের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। তাঁরা বলেন, যারা নদী দখল-দূষণ করছে, তারা সরকারঘনিষ্ঠ। তারা উন্নয়নের ঢাকঢোল বাজালেও দেশের নদীগুলো রক্ষায় কোনো উদ্যোগ নিচ্ছে না।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সেমিনারে তাঁরা এসব কথা বলেন। ‘জলবায়ু পরিবর্তন : বাংলাদেশ ও নদী’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএনপি।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা নদীর পানি না পেয়ে দেশের একটি অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে; কিন্তু সরকার একটা শব্দও বলছে না। এক সময়ের প্রমত্ত বুড়িগঙ্গা এখন মৃতপ্রায়, দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। এ সরকারের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা; দেশের জনগণের ভবিষ্যৎ সুন্দর করার কোনো আগ্রহ তাদের নেই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৪ সপ্তাহ আগে