কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিথ্যা মামলায় আসামি হওয়া নিয়মে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ডেইলি স্টার প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ২২:৩৯

অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।


গত ২০ মার্চ এক মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুল উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে।


তিনি বলেন, মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তারা শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।


বিএনপি মহাসচিব বলেন, '৭ জানুয়ারি আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছে সেটির আরও একটি কু-নজির স্থাপিত হলো তাদের কারাগারে পাঠানোর মধ্য দিয়ে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও