ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী গ্রামের গৃহবধূ রাশিদা আক্তার রুশিকে (৩০) ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
বিচারক রাশিদা আক্তারকে ধর্ষণের পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার দায়ে একই গ্রামের প্রয়াত রহিম মাতুব্বরের ছেলে চুন্নু মাতুব্বরকে (৫০) এবং হত্যার পরিকল্পনাকারী হিসেবে নিহতের স্বামী একই গ্রামের প্রয়াত বারেক মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যাকে (৪৯) মৃত্যুদণ্ড দেন। আদালতে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেন বিচারক।মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের জুন মাসে সদরপুর উপজেলার ঢেউখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রাশিদা আক্তার রুশির সঙ্গে একই গ্রামের প্রয়াত বারেক মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে জাহাঙ্গীর রাশিদাকে নির্যাতন করতো।