You have reached your daily news limit

Please log in to continue


হারিয়ে যাওয়া বসন্তের খোঁজে

ঋতুচক্রে প্রাপ্তসীমায় বসন্ত ঋতুর অবস্থান। বসন্ত যেন হেলেদুলে আয়েশ করে আসে। নববর্ষের আগাম বার্তা নিয়ে বসন্ত প্রকৃতির খোলস পাল্টায়। গাছের পাতা ঝরে নতুন কুশি, ছাল-বাকলের পরিবর্তন ইত্যাদি। বন-বাদাড়ে পাতা ঝরে পরিবেশে মৃদুমন্দ হাওয়ার দোলায় দোলে প্রকৃতি। গড় তাপমাত্রা আমাদের দেশে বসন্তে কমবেশি ২২০ থেকে ২৫০ সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০-৭০ শতাংশ।

প্রকৃতিতে না শীত, না গরম আবহাওয়া, বনে বনে পাখির কূজনÑ এমন বাহারি প্রকৃতিতে মানুষের মনও আনচান হয়ে ভাবকাতুরে হয়ে যায়। সৃজনশীল মানুষের জন্য বসন্ত যেন ফুলেফেঁপে বিকশিত হওয়ার ঋতু। এ জন্যই কবি-সাহিত্যিকরা বসন্তকে ঋতুরাজের তকমা লাগিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন