কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হারিয়ে যাওয়া বসন্তের খোঁজে

দৈনিক আমাদের সময় খান মাহবুব প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২

ঋতুচক্রে প্রাপ্তসীমায় বসন্ত ঋতুর অবস্থান। বসন্ত যেন হেলেদুলে আয়েশ করে আসে। নববর্ষের আগাম বার্তা নিয়ে বসন্ত প্রকৃতির খোলস পাল্টায়। গাছের পাতা ঝরে নতুন কুশি, ছাল-বাকলের পরিবর্তন ইত্যাদি। বন-বাদাড়ে পাতা ঝরে পরিবেশে মৃদুমন্দ হাওয়ার দোলায় দোলে প্রকৃতি। গড় তাপমাত্রা আমাদের দেশে বসন্তে কমবেশি ২২০ থেকে ২৫০ সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০-৭০ শতাংশ।


প্রকৃতিতে না শীত, না গরম আবহাওয়া, বনে বনে পাখির কূজনÑ এমন বাহারি প্রকৃতিতে মানুষের মনও আনচান হয়ে ভাবকাতুরে হয়ে যায়। সৃজনশীল মানুষের জন্য বসন্ত যেন ফুলেফেঁপে বিকশিত হওয়ার ঋতু। এ জন্যই কবি-সাহিত্যিকরা বসন্তকে ঋতুরাজের তকমা লাগিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও